ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে স্ত্রীর সঙ্গে অভিমানে স্বামীর ‘আত্মহত্যা’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২৩
সৈয়দপুরে স্ত্রীর সঙ্গে অভিমানে স্বামীর ‘আত্মহত্যা’ প্রতীকী ছবি

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামী নাজমুল হোসেন ডুবার (২৬) ‘আত্মহত্যা’ করেছেন।  

রোববার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সৈয়দপুর শহরের কয়াগোলাহাট দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

 

নিহত নাজমুল একই এলাকার বাবলু মিয়ার ছেলে। তিনি পেশায় পিকআপভ্যানচালক ছিলেন।  

জানা গেছে, এক সন্তানের জনক নাজমুলের সঙ্গে তার স্ত্রীর দীর্ঘদিন ধরে কলহ চলছিল। এরই জেরে রোববার সকালে স্ত্রীর সঙ্গে অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগিয়ে গাছের সঙ্গে ঝুলে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। এলাকাবাসী তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।  

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।