ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন নিয়ে নতুন পরিপত্র জারি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৩
জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন নিয়ে নতুন পরিপত্র জারি মন্ত্রিপরিষদ বিভাগ

ঢাকা: জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন বা পালনের বিষয়ে নতুন পরিপত্র জারি করেছে সরকার। জাতীয় পর্যায়ের ২২টি, ঐতিহ্যগতভাবে ৩৬টি এবং বিশেষ খাতের প্রতীকী ৩৩টি দিবস বা উৎসব যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হবে।

 

সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ পরিপত্র জারি করা হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, যে সব দিবস ঐতিহ্যগতভাবে পালন করা হয়ে থাকে অথবা বর্তমান সময়ে দেশের পরিবেশ সংরক্ষণ, উন্নয়ন ও সামাজিক উদ্বুদ্ধকরণের জন্য বিশেষ সহায়ক, সেই দিবসগুলো উল্লেখযোগ্য কলেবরে পালন করা যেতে পারে। মন্ত্রীরা এ সকল অনুষ্ঠানে সম্পৃক্ত থাকবেন এবং এ ধরনের অনুষ্ঠানের গুরুত্ব বিবেচনায় প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হবে। এ পর্যায়ের অনুষ্ঠান আয়োজনের জন্য সরকারি উৎস হতে সর্বোচ্চ ৫০ হাজার টাকা বরাদ্দ করা যেতে পারে। এ ধরনের দিবস ৩৬টি।

এতে জানানো হয়, মন্ত্রীরা এসব দিবসের অনুষ্ঠানে উপস্থিতির বিষয় বিবেচনা করবেন। উন্নয়ন খাত থেকে এই দিবসগুলো উদযাপনের জন্য কোনো বিশেষ বরাদ্দ দেওয়া হবে না। এ ধরনের দিবস ৩৩টি। এগুলো সীমিত কলেবরে পালন করা হবে। এ সকল দিবস ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংশ্লিষ্ট দপ্তরগুলো আরও কিছু দিবস উদযাপন করে থাকে।

পরিপত্রে জানানো হয়, কোন কোন ক্ষেত্রে দিবসগুলো পুনরাবৃত্তিমূলক এবং বর্তমান সময়ে তেমন কোন গুরুত্ব বহন করে না। সরকারের সময় এবং সম্পদ সাশ্রয়ের লক্ষ্যে সরকারি সংস্থাগুলো এ ধরনের দিবস পালনের সঙ্গে সম্পৃক্তি পরিহার করতে পারে।

নতুন পরিপত্র জারি হওয়ায় জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন/পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা গত বছর ০৪ ডিসেম্বরের পরিপত্র বাতিল করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২৩
জিসিজি/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।