ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন, ২ প্লাটুন বিজিবি মোতায়েন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৩
মোহাম্মদপুর কৃষি মার্কেটে আগুন, ২ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট কাঁচা বাজারে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট।

এ ঘটনায় ঘটনাস্থলে দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৭টা ১০ মিনিটে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মোহাম্মদপুর কৃষি মার্কেটে অগ্নিকাণ্ডে ঘটনাস্থলে দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

এর আগে ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার আনোয়ারুল ইসলাম দোলন জানান, বুধবার দিনগত রাত ৩টা ৪৩ মিনিটে মোহাম্মদপুর কৃষি মার্কেটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে সাতটি ইউনিট পাঠানো হয়। পরে ধাপে ধাপে ইউনিট বেড়ে আগুন নিয়ন্ত্রণে এখন ১৭টা ইউনিট কাজ করছে। তবে এখন পর্যন্ত এ অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে বলেও জানান ডিউটি অফিসার আনোয়ারুল।

বাংলাদেশ সময়: ০৭৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০২৩
এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।