ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বাড়ি ফেরা হলো না ব্যাংক কর্মকর্তার  

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৩
বাড়ি ফেরা হলো না ব্যাংক কর্মকর্তার   প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অটোরিকশা থেকে পড়ে নাজমুল হক রিপন (৪২) এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে বাড়ি ফেরার পথে রহনপুর -নাচোল সড়কের বহিপাড়ায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত ব্যাংক কর্মকর্তা রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার কোর্ট কলেজপাড়ার সইজুদ্দিনের ছেলে।  

তিনি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের এজিএম (আইসিটি) পদে কর্মরত ছিলেন।  

পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নাজমুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান,নিহত ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনায়  গোমস্তাপুর থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে বন্ধুসহ অটোরিকশাযোগে নাচোল থেকে রহনপুরের দিকে যাচ্ছিলেন ব্যাংক কর্মকর্তা রিপন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে ঘটনাস্থলেই মৃত্যু হয় রিপনের।  

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।