ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

নড়িয়া-সখিপুরে ৪০০ সেলাই মেশিন-নগদ সহায়তা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৩
নড়িয়া-সখিপুরে ৪০০ সেলাই মেশিন-নগদ সহায়তা 

শরীয়তপুর: প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে শরীয়তপুরের নড়িয়া ও সখিপুর উপজেলায় দুস্থ ও অসহায় নারীদের মধ্যে ৪০০ সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এছাড়া অসহায় নারী-পুরুষের মধ্যে ৫ লাখ টাকা নগদ সহায়তা দেওয়া হয়েছে।

পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীমের ঐচ্ছিক তহবিল থেকে 
শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে এসব বিতরণ করা হয়।  

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন শরীয়তপুর জেলা প্রশাসক (ডিসি) মুহাম্মদ নিজাম উদ্দীন আহম্মেদ।

আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রাশেদউজ্জামান, ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির মোল্যা, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শংকর চন্দ্র বৈদ্য, ভেদরগঞ্জ ইউএনও আব্দুল্লাহ আল-মামুন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এমএ কাইউম পাইক, নড়িয়া পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, সখিপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আকলিমা আক্তার লিপি।  

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।