ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ডোমারে ডেন্টাল কেয়ারে ভ্রাম্যমান আদালতের অভিযান-জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৩
ডোমারে ডেন্টাল কেয়ারে ভ্রাম্যমান আদালতের অভিযান-জরিমানা

নীলফামারী: প্রতারণার মাধ্যমে সেবা দেওয়ার অভিযোগে নীলফামারীর ডোমারে মাদার ডেন্টাল কেয়ারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। তাতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি।

সোমবার (০২ অক্টোবর) দুপুরে ওই অভিযান পরিচালনা করা হয়। এ সময় প্রতিষ্ঠানটির মালিক রোস্তম আলীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানের সময় স্যানিটারী ইন্সপেক্টর আল আমিন রহমান ও ডোমার থানার উপ-পরিদর্শক রোস্তম আলী সেখানে উপস্থিত ছিলেন।

এর আগেও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ডোমারের কয়েকটি বেসরকারি ক্লিনিকের জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।