ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

প্রাইভেটকারে করে ফেনসিডিল বহন, গ্রেপ্তার ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, অক্টোবর ৪, ২০২৩
প্রাইভেটকারে করে ফেনসিডিল বহন, গ্রেপ্তার ১

ঢাকা: রাজধানীর খিলগাঁও থেকে ফেনসিডিল ও প্রাইভেটকারসহ মো. মোশারফ হোসেন নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) উত্তরা বিভাগ।

মঙ্গলবার (০৩ অক্টোবর) খিলগাঁও খিদমাহ হাসপাতালের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) হাবিবুর রহমান জানান, মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় তথ্য পাওয়া যায় যে এক ব্যক্তি প্রাইভেটকারসহ খিলগাঁও এলাকায় মাদক বেচাকেনা করছেন। এ তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৫০ বোতল ফেনসিডিলসহ মোশারফকে গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পরিবহণে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

গ্রেপ্তার মোশারফ কুমিল্লা থেকে ফেনসিডিল এনে ঢাকার বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন। তার বিরুদ্ধে খিলগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০২৩
পিএম/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।