সিরাজগঞ্জ: দেশত্যাগের সময় ঢাকা শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক হয়েছেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আল-আমিন সরকার।
রোববার (৫ জানুয়ারি) বিকেলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।
আল-আমিন সরকার পূর্ণিমাগাঁতী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে প্রথমবার বিজয়ী হন। দ্বিতীয়বার দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হন।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করে বলেন, সাবেক চেয়ারম্যান আল-আমিন সরকার বিদেশে পালিয়ে যাওয়ার সময় ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হন। সোমবার দুপুরে তাকে থানায় হস্তান্তর করা হয়। তার নামে আগের বেশ কয়েকটি মামলা রয়েছে। মামলাগুলো যাচাই-বাছাই করার পর মঙ্গলবার (৭ জানুয়ারি) তাকে আদালতে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৫
আরএ