ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে ট্রাফিক সচেতনতা কার্যক্রম শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৩
খাগড়াছড়িতে ট্রাফিক সচেতনতা কার্যক্রম শুরু কথা বলছেন শরণার্থীবিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা।

খাগড়াছড়ি: ‘ট্রাফিক পরিবহন আইন মেনে চলুন- নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তুলুন’ এই প্রতিপাদ্য বিষয়ে খাগড়াছড়িতে ট্রাফিক সচেতনতা কার্যক্রম শুরু হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে টাউন হল প্রাঙ্গণ থেকে জেলা পুলিশের ট্রাফিক বিভাগের উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়।

পরে শহরের মুক্তমঞ্চে পুলিশ সুপার মুক্ত ধরের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন শরণার্থীবিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা।

এ সময় আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, উপজেলা পরিষদ চেয়ারম্যান শানে আলম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যান মিত্র বড়ুয়া ও পৌরসভার প্যানেল চেয়ারম্যান শাহ আলম।

পরে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরসহ বিভিন্ন এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৩
এডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।