ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে ঢাকাগামী প্রতিটি যানবাহনে তল্লাশি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৩
নারায়ণগঞ্জে ঢাকাগামী প্রতিটি যানবাহনে তল্লাশি

নারায়ণগঞ্জ: ঢাকায় আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে একাধিক স্থানে চেকপোস্ট বসিয়ে চলছে পুলিশের তল্লাশি।

বুধবার (১৮ অক্টোবর) সকাল থেকে দুই মহাসড়কে জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশের অন্তত পাঁচটি তল্লাশি চৌকি দেখা যায়।

এসব তল্লাশি চৌকিতে বাস ও যানবাহনের যাত্রীদের হয়রানি করা হচ্ছে না বলে জানিয়েছেন পুলিশ ও যাত্রীরা।

সকাল থেকে সাইনবোর্ড, চিটাগাং রোড, মদনপুর, মেঘনা ও ভুলতা এলাকায় এ তল্লাশিচৌকি দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকে ঢাকাগামী প্রতিটি যানবাহনের যাত্রীদের তল্লাশি করছে পুলিশ। এ সময় কাউকে সন্দেহ হলে তাকে নানা প্রশ্ন করছে পুলিশ।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল জানান, কাউকে হয়রানি নয়, দুই দলের সমাবেশকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষায় এ তল্লাশি করা হচ্ছে।  
আজ আওয়ামী লীগ ও বিএনপি এবং তাদের সমমনা দলগুলো পৃথক কর্মসূচি পালন করবে। বিএনপি নয়াপল্টনে বেলা ২টায় গণসমাবেশ করবে। আওয়ামী লীগও পাল্টা কর্মসূচি নিয়ে মাঠে থাকছে। ক্ষমতাসীন দলটি বেলা আড়াইটায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করবে।

বিএনপিদলীয় সূত্র জানিয়েছে, আজকের সমাবেশ থেকে আগামী ২৮ অক্টোবর ঢাকায় জনসমাবেশ কিংবা মহাসমাবেশের ঘোষণা করা হতে পারে।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৩
এমআরপি/এসআইএস  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।