ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ২ ভাই নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৩
সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় ২ ভাই নিহত

সাতক্ষীরা: সাতক্ষীরা-আশাশুনি সড়কের কালেরডাঙ্গা এলাকায় বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মোটরসাইকেলের আরোহী দুই ভাই নিহত হয়েছেন।

শুক্রবার (২৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলা সদর উপজেলার দহাকুলা গ্রামের শেখপাড়ার আরেফিন শেখের ছেলে মুয়াজ হোসেন (২২) খুলনার রায়ের মহল এলাকার নাফিজ উদ্দীনের ছেলে মাহিম হোসেন (২৩)। সম্পর্কে তারা আপন মামাতো-ফুফাতো ভাই বলে জানা গেছে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল আরোহী মুয়াজ ও মাহিম মোটরসাইকেল যোগে ব্রহ্মরাজপুর বাজারের দিকে যাচ্ছিলেন। পথে ঘটনাস্থলে এলে বিপরীত দিক থেকে সাতক্ষীরা অভিমুখে আসা যাত্রীবাহী একটি বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই আরোহী দুই ভাই নিহত হন।  

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক বাসটি জব্দ করলেও চালক পালিয়ে গেছেন।  

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।