নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির কেন্দ্রীয় নেতাসহ ৭৪ জনের নামে মামলা করেছেন ছাত্রলীগ নেতা আবু বক্কর সিদ্দিক।
রোববার (২৯ অক্টোবর) রাতে রূপগঞ্জ থানায় এ মামলা করেন তিনি।
মামলায় অভিযুক্তরা হলেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির (৬০), কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু (৪৫), জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন (৫০), শফিকুল ভুঁইয়া (৪৮), মো. লিটন সরকার (৫৫), আসাদুজ্জামান ফকির (৪০), শামীম মিয়া (৪৩), রুবেল মিয়া (৪০), শাহীন আকন্দ (৩৮), রাসেল ভুঁইয়া (৩৫), আনিসুর রহমান (২৬), মো. ফিরোজ প্রধান (৫০), মো. আরজু ভুঁইয়া (৪০), মো. সানোয়ার খান (৩৫), ওসমান (৪০), মনির হোসেন (৩৫), আফজাল কবির (৫৫), পিন্টু (৬০), মনির হোসেন (৪০), কাশেম (৩৬), তারেক (৩২), দেলোয়ার হোসেন ঝন্টু (৩৫), প্রিন্স (৩০), আব্দুস সামাদ (৩৪), আশরাফুল হক রিপন (৪২), মো. নাহিদ (৩০), রফিকুল ইসলাম (৩৫), মো. সামসুল (৪৮), শিপলু মিয়া (৩২), রাজিব (৩৫), মো. সারোয়ার সজীব (৪০), কোহিনুর আলম (৫৫), দানিস (৪০), মিখুন ভূইয়া (ও১), রিফাত মিয়া (৩১), এম এ হালিম (৫০), মো. হারুন অর রশিদ মিয়াজী (৬৫), মো. শামীম (৪০), মো. আলমগীর (৪৫), মো. মনির (৩৮), মো. জাকির হোসেন (৪৫), মো. মামুন (৪০), মো. সোহেন (৩৬), মো. আব্দুল হানিফ (৪০), মো. গোলজার হোসেন (৫৫), মো. আজিম (৩৬), আজিজ মাস্টার (৫৮), সাইফুল ইসলাম সমর (৪০), মো. মোস্তফা (৪৮), মো. মোর্শেদ ভূইয়া (৪৫), মাে. খােকন মিয়া (৩৭), দেলোয়ার মিয়া (৪৩), আনোয়ার মিয়া, জাহাঙ্গীর মিয়া (৪৩), জসিম মিয়া (৩২), মোফাজ্জল (৪৫), জীবন বাবু (৪৫), বজলু মিয়া (৫২), আশরাফুল (২৮), নবী (৪২), সৈকত (১৮), নুরু মিয়া (৩২), ছাত্তার (৩৫), শাহীন (৩০), জাকির হাজী (৪০), রাকিব (২৪), সায়েম (২৪), সালেহ আহমেদ (৩০), মো. আলমগীর (৩৫) ও মো. জাহাঙ্গীর হোসেন (৪৮)।
মামলার বিষয়ে আবু বক্কর জানান, বিএনপি নেতাকর্মীরা অকস্মাৎ আবু বক্করের ওপর হামলা চালান। এসময় ওই ছাত্রলীগ ধর বলে তার মোটরসাইকেলটি ভাঙচুর করেন আগুন ধরিয়ে দেন।
রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান জানান, একটি মামলা হয়েছে। মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৮৫৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৩
এমআরপি/এফআর