ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কাঁচপুরে আ.লীগের অবরোধ বিরোধী মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
কাঁচপুরে আ.লীগের অবরোধ বিরোধী মিছিল

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে বিএনপি জামায়াতের ডাকা অবরোধের বিরুদ্ধে মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় কাঁচপুরে চেয়ারম্যান মোশারফ হোসেনের নেতৃত্বে এ মিছিল হয়।

পরে মিছিলটি কাঁচপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এর আগে এদিন সকালে বন্দরের মদনপুরে স্টিল মিলের সামনে দুইটি পিকআপভ্যানে আগুন দেয় অজ্ঞাতরা।

মোশাররফ হোসেন জানান, অবরোধের নামে মহাসড়কে কোনো নাশকতা নৈরাজ্য বিএনপি জামায়াতকে করতে দেওয়া হবে না। নাশকতা রোধে আমাদের এই অবস্থান ও মিছিল। আমরা জনগণকে সঙ্গে নিয়ে তাদের মোকাবিলা করব।

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
এমআরপি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।