ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে শিশুসহ নিখোঁজ দুই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৩
চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে শিশুসহ নিখোঁজ দুই

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে শিশুসহ দুজন নিখোঁজ হয়েছে।

বুধবার (১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার বারঘরিয়া চামাগ্রাম এলাকায় মহানন্দা নদীতে এ ঘটনা ঘটে।

 

নিখোঁজরা হলেন- সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের চামাগ্রামের শাহিন আলীর ছেলে মোহাম্মদ হোসাইন (১১) ও আবু তালেবের ছেলে মারুফ (১৯)। সম্পর্কে তারা মামাতো ও ফুফাতো ভাই।

স্থানীয়রা জানান, প্রথমে হোসাইন গোসল করতে নেমে পানিতে তলিয়ে যায়। এসময় মারুফ হোসাইনকে উদ্ধার করতে গিয়ে সেও তলিয়ে যায়। পরে সেখানে থাকা লোকজন খবর দিলে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করেছে। তবে বিকেল সাড়ে তিনটায় শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নদীতে ডুবে মোহাম্মদ হোসাইন ও মারুফ নামে দুজন নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।