ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিএনপি-জামায়াত সন্ত্রাস করলে হাত পুড়িয়ে দেব: বাহাউদ্দিন নাছিম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৩
বিএনপি-জামায়াত সন্ত্রাস করলে হাত পুড়িয়ে দেব: বাহাউদ্দিন নাছিম

নড়াইল: আওয়ালীগের  যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি-জামায়াত সন্ত্রাস করতে আসলে আমরা কেবল হাত ভেঙে দেবনা, হাত পুড়িয়ে দেব।

মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে নড়াইলে জেলা আ.লীগের কার্যালয়ে আগামী ১৩ নভেম্বর খুলনায় শেখ হাসিনার জনসভা সফল করতে এক বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে একথা বলেন তিনি।

তিনি আরো বলেন, বিএনপি-জামায়াত অগ্নিসন্ত্রাস করেছে। পেট্রলবোমা মেরেছে। রাস্তাঘাটে বেরিকেড সৃষ্টি করেছে, গাছ কেটে দিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হত্যা করেছে। পাঁচ শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান জ্বালিয়ে-পুড়িয়ে দিয়েছে।  বাস, ট্রাক, লরি, ছোট গাড়ি, সিএনজি ধ্বংস করেছে, আগুন দিয়েছে, ক্ষতি করেছে। এই অগ্নিসন্ত্রাসীরা আবার সন্ত্রাস শুরু করেছে।

এসময় প্রধান অতিথি বাহাউদ্দিন নাছিম ছাড়াও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি বিন মোর্তজা, সদস্য নির্মল চট্টোপাধ্যয়, নড়াইল-০১ আসনের এমপি কবিরুল হক মুক্তি।

জেলা আ.লীগের সভাপতি এড সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিজামউদ্দিন খান নিলুর পরিচালনায় বর্ধিত সভায় বিভিন্ন ইউনিটের সভাপতি বক্তব্য রাখেন। এ সময় জেলা-উপজেলা আ.লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২৩

এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।