ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে নিজ দোকানে পড়ে ছিল ব্যবসায়ীর মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৬ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৩
গাজীপুরে নিজ দোকানে পড়ে ছিল ব্যবসায়ীর মরদেহ প্রতীকী ছবি

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) বাসন থানাধীন নাওজোর এলাকায় নিজ দোকান থেকে রহিম মিয়া (৩০) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

মঙ্গলবার (৭ নভেম্বর) রাত ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

নিহত রহিম ঝালকাঠি সদর থানা এলাকার চুন্নু মিয়ার ছেলে। তিনি নাওজোর এলাকায় আরিফ হোসেনের বাসায় ভাড়া থাকতেন।  

পুলিশ ও এলাকাবাসী জানায়, নাওজোর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দোকান গড়ে তোলে বিভিন্ন গাড়ি থেকে তেল বেচাকেনা করতেন রহিম। মঙ্গলবার রাত ৮টার দিকে আশপাশের লোকজন দোকানে রহিমকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে থানায় জানান। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। এ সময় তার নাক-মুখে রক্ত ছিল।  

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে কোনো কারণে হত্যার পর মরদেহ এখানেই ফেলে পালিয়ে গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ০১৪৩ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২৩
আরএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।