ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে মাংসের দোকানে মিলল কসাইয়ের রক্তাক্ত লাশ 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৩
রাজধানীতে মাংসের দোকানে মিলল কসাইয়ের রক্তাক্ত লাশ  প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর দক্ষিণখানে গোয়ালটেক আদব আলী মার্কেট এলাকার একটি গরুর মাংসের দোকান থেকে খাইরুল হোসেন (২৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করছে পুলিশ।  

নিহত ব্যক্তি পেশায় কসাই ছিলেন।

নিহতের দোকান থেকেই তার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হচ্ছে।

সোমবার (১৩ নভেম্বর) সকালে এই তথ্য নিশ্চিত করেন দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান।

তিনি জানান, নিহত খাইরুল থাকতেন উত্তর বাড্ডা বেরাইদ এলাকায়। দক্ষিণখান গোয়ালটেক আদম আলী মার্কেট এলাকায় তার একটি মাংসের দোকান আছে। সেই দোকান থেকেই মুখমণ্ডল ও ঘাড়ে ধারালো আঘাত অবস্থায় রক্তাক্ত খাইরুলের মৃতদেহ উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, আজ সকালে নিহতের মামা সেই দোকানে গিয়ে সাটার বন্ধ অবস্থায় পায়। খাইরুলকে ডাকতে থাকেন তিনি। কোনো সাড়া না পেয়ে এক পাশ দিয়ে উঁকি দিয়ে দেখেন কাঁথা মোড়ানো রক্তাক্ত অবস্থায় খাইরুল পড়ে আছেন।  

তিনি জানান, বিষয়গুলো তদন্ত করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৩
এজেডএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।