ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সংঘাত এড়াতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ আইএইচটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
সংঘাত এড়াতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ আইএইচটি

বরিশাল: অনিবার্য কারণ দেখিয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বরিশালের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি)।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বন্ধ ঘোষণা করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ডা. মানষ কৃষ্ণ কুন্ডু।

বিজ্ঞপ্তিতে ২৭ নভেম্বর থেকে ছাত্রাবাস ও ছাত্রীনিবাস বন্ধের ঘোষণাও দেওয়া হয়েছে। ২৭ নভেম্বর বেলা ১২টার মধ্যে আবাসিক সব শিক্ষার্থীকে হল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে।

এদিকে প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকলেও প্রতিষ্ঠানের দাপ্তরিক সকল ধরনের কাজ চলবে বলে জানিয়েছেন অধ্যক্ষ ডা. মানষ কৃষ্ণ কুন্ডু।

তিনি বলেন, শিক্ষার্থীদের ৬ দফা দাবিতে আইএইচটির পরীক্ষাসহ অ্যাকাডেমিক কার্যক্রম কিছুদিন আগ থেকেই বন্ধ রয়েছে। এর মধ্যে ৩য় ও ২য় বর্ষের শিক্ষার্থীদের মধ্যকার দ্বন্দ্বে প্রতিষ্ঠানে থমথমে পরিবেশ বিরাজ করছে। সোমবার এক আদেশে জুনিয়র শিক্ষার্থীদের দুই দফায় মারধরের ঘটনায় এক শিক্ষার্থীর ছাত্রত্ব স্থগিত করা হয়েছে। এ ছাড়াও ছাত্রাবাস থেকে আট শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সতর্ক করা হয়েছে আরও এক শিক্ষার্থীকে। এই আদেশ দেওয়ার পরে রাতে ছাত্রাবাসে উত্তেজনা তৈরি হয়।

ডা. মানষ কৃষ্ণ কুন্ডু বলেন, তারা শুনেছেন, ছাত্রাবাসে সোমবার রাতে ছাত্রদের উভয় পক্ষের মধ্যে পুনরায় সংঘাতের পরিস্থিতি তৈরি হয়। সবদিক বিবেচনা করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি না হয় তাই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এ বিষয়ে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) রেডিওলজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মো. সোহেল জানান, আইএইচটিতে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা ৬০০ থেকে ৭০০ শিক্ষার্থী রয়েছেন। এদের মধ্যে অর্ধেকের বেশিই ছাত্রাবাসে থেকে পড়াশোনা করেন। এমনিতেই আন্দোলনে পরীক্ষাসহ অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত তারা। এর মধ্যে হঠাৎ এমন সিদ্ধান্তে বেশ বিপাকে পড়েছে আবাসিক শিক্ষার্থীরা।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।