ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

সৈকত ভেসে উঠলো অজ্ঞাত ব্যক্তির মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৩
সৈকত ভেসে উঠলো অজ্ঞাত ব্যক্তির মরদেহ

পটুয়াখালী: জেলার কুয়াকাটা সৈকত থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

সোমবার (১৩ নভেম্বর) দুপুরে সৈকতের পূর্বদিকে গঙ্গামতি এলাকার তীরবর্তী স্থানে মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

স্থানীয়রা জানান, গত দুই-তিনদিন আগে তাকে এই এলাকায় ঘোরাঘুরি করতে দেখা গেছে। মৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ দেলোয়ার হোসেন বলেন, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে প্রাথমিক সুরতহাল শেষ করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।