ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন চলাচল স্বাভাবিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন চলাচল স্বাভাবিক

ব্রাহ্মণবাড়িয়া: ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে ব্রাহ্মণবাড়িয়ার কালিসীমা এলাকায় রেললাইনের ওপর গাছ ভেঙে পড়ে প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকার পর পুনরায় ঢাকার সঙ্গে চট্টগ্রাম-সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

শুক্রবার (১৭ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।

 

এর আগে এদিন ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে সন্ধ্যার ৭টার দিকে বয়ে যাওয়া ঝড়ে গাছ ভেঙে পড়ায় ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ ছিল।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, রেলপথ বিভাগের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে রেললাইনে ভেঙে পড়া গাছটি প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সরাতে সক্ষম হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। পরে এ রুটে চলাচলরত আটকে পড়া ট্রেনগুলো নিদিষ্ট গন্তব্যস্থলে ছুটে যায়।

** ব্রাহ্মণবাড়িয়ায় গাছ ভেঙে পড়ল রেললাইনে, ট্রেন চলাচল বন্ধ

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।