ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কাঁচপুরে মাইক্রোর ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৩
কাঁচপুরে মাইক্রোর ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হাইয়েস মাইক্রোবাসের ধাক্কায় শাবিকুল ইসলাম বাবু (৩০) নামে এক প্রাইভেটকার চালক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কাঁচপুর নয়াবাড়ি মেট্রো সিএনজি পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাবিকুল ইসলাম বাবু নরসিংদী জেলার রায়পুর থানার কামারপাড়া গ্রামের মৃত হাসান আলীর ছেলে।

জানা যায়, নয়াবাড়ি মেট্রো সিএনজি পাম্পের ভেতরে প্রাইভেটকার চালক (ঢাকা মেট্রো-গ - ৪২১৯৩৫) গ্যাস নিয়ে কাউন্টারে টাকা জমা দেওয়া শেষে গাড়িতে উঠার পথে পেছন দিক থেকে বেপরোয়া গতিতে একটি হাইয়েস গাড়ি (ঢাকা মেট্রো- চ-৫৩০০৯৭) চালক শাবিকুল ইসলাম বাবুকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। পরে স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক জানান, ঘটনার পরে গাড়িটি (ঢাকা মেট্রো-গ - ৪২১৯৩৫) থানায় নিয়ে আসা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৩
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।