ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে ধানক্ষেতে পড়েছিল বৃদ্ধের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৩
দিনাজপুরে ধানক্ষেতে পড়েছিল বৃদ্ধের মরদেহ

দিনাজপুর: দিনাজপুরে ধানক্ষেত থেকে কমলাকান্ত রায় (৬০) নামে এক  ‍বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার ১ নম্বর চেহেলগাজী ইউনিয়নের গোপালগঞ্জ কার্তিক বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কমলাকান্ত রায় একই এলাকার মৃত দোমাসু চন্দ্র রায়ের ছেলে। তিনি পেশায় একজন।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মাসুম ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন।  

পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম বলেন, প্রতিদিনের মতো বিকেলে পার্শ্ববর্তী গোপালগঞ্জ বাজারে চা খেতে আসেন কমলাকান্ত। চা খেয়ে সন্ধ্যায় বাড়িতে ফেরার সময় কে বা কারা তাকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ধানের ক্ষেতে তার রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের মরদেহ উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করে।  

তিনি আরও বলেন, নিহতের পিঠে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। আমরা ইতোমধ্যে তদন্ত কাজ শুরু করেছি। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।  

বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।