ঢাকা: পুলিশের কাজে বাধা দেওয়া ও নাশকতার মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তার দুজন হলেন- মো. নাজমুজ সাকিব (২৫) ও জাহিদ হোসেন (৪৫)।
সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে র্যাব-১০ এর অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মো. ফরিদ উদ্দিন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় র্যাব-১০ এর একটি দল রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালায়। অভিযানে যাত্রাবাড়ী থানার মামলার এজাহারভুক্ত পলাতক আসামি যুবদলের সদস্য নাজমুজ সাকিবকে গ্রেপ্তার করা হয়। এছাড়া সোমবার সকালে র্যাব-১০ এর অপর এক অভিযান ফরিদপুর জেলার আলফাডাঙ্গা থানাধীন খিরগ্রাম এলাকায় পরিচালনা করা হয়। এ সময় ফরিদপুর জেলার বোয়ালমারী থানার বিস্ফোরক মামলার এজাহারভুক্ত পলাতক আসামি জাহিদ হোসেনকে গ্রেপ্তার করা হয়।
আসামিদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে অ্যাডিশনাল ডিআইজি ফরিদ জানান, গ্রেপ্তার আসামিরা বিভিন্ন সময় নাশকতার পরিকল্পনার সঙ্গে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। এছাড়াও তারা রাজধানীর কামরাঙ্গীরচর, কদমতলী, যাত্রাবাড়ী এবং ফরিদপুর জেলার বিভিন্ন এলাকায় গাড়ি ভাঙচুর, বাসে অগ্নিসংযোগসহ বিভিন্ন প্রকার নাশকতামূলক কার্যক্রমের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন।
আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান অ্যাডিশনাল ডিআইজি ফরিদ।
বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২৩
এমএমআই/আরআইএস