ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ট্রেনে কাটা পড়ে মরলো ৫ গরু, কান্নায় ভেঙে পড়লেন মালিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৩ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৩
ট্রেনে কাটা পড়ে মরলো ৫ গরু, কান্নায় ভেঙে পড়লেন মালিক

চুয়াডাঙ্গা: জেলার জীবননগর উপজেলার উথলী রেল স্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে ৫ টি গরুর মৃত্যু হয়েছে।  

সোমবার (৪ ডিসেম্বর) বিকালে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই ৫ টি গরুর মৃত্যু হয়।

 

এর মধ্যে ৪ টি গাভী ও ১ টি ষাঁড় রয়েছে। যার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ টাকা। এক মুহূর্তেই নিঃস্ব হয়ে গেলেন গরুগুলোর মালিক মসলেম আলী। শেষ সম্বলটুকু হারিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।

এসময় তিনি বলেন, গরুগুলোই আমার শেষ সম্বল। এগুলোর মৃত্যু হওয়ার কারণে আমি পথে বসে গেলাম।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, জীবননগর উপজেলার উথলী গ্রামের মসলেম আলী প্রতিদিনের মত ১০-১৫টি গরু ট্রেন লাইনের পাশে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে আসেন। এসময় খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস ট্রেন উথলী রেলস্টেশন পার হলে গরুগুলো দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই ৫টি গরুর মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ০১০৬ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২৩
এসএএইচ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।