ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ইন্দোনেশিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত তরিকুল ইসলাম

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৩
ইন্দোনেশিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত তরিকুল ইসলাম

ঢাকা: মো. তরিকুল ইসলামকে ইন্দোনেশিয়ায় বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত  হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (১০ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তরিকুল ইসলাম বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৭তম ব্যাচের কর্মকর্তা। তিনি ১৯৯৮ সালে পেশাদার কূটনীতিক হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। কর্মজীবনে তিনি দুবাই, মাদ্রিদ, ত্রিপোলি এবং এথেন্সে বাংলাদেশ মিশনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন।

লালমনিরহাটের বাসিন্দা তরিকুল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে এম এ সম্পন্ন করেন। তিনি মাদ্রিদের ইউনিভার্সিটি অব কমপ্লুটেন্স থেকে কমিউনিটি রিসোর্স ম্যানেজমেন্ট এবং ইন্টারন্যাশনাল রিলেশনসে মাস্টার্স করেন। এ ছাড়া তিনি দেশ-বিদেশে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ কোর্সে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২৩ 
টিআর/আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।