ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঘিওরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৩
ঘিওরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১, আহত ৩ প্রতীকী ছবি

মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওরের মাইলাগী এলাকায় দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহজাহান আলী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।

 

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত আলী জেলার শিবালয় উপজেলার ছোট শাখরাইল এলাকার লালন মৃধার ছেলে। তিনি ঘিওর উপজেলা সদরে একটি বেসরকারি এনজিও সংস্থায় কর্মরত ছিলেন।  

আহতরা হলেন- ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার পূর্ব নোয়াপাড়া গ্রামের সাহেব আলীর ছেলে মনিরুল ইসলাম (৩৮), ঘিওর সদর ইউনিয়নের মাইলাগী গ্রামের ঝনু মিয়ার ছেলে জুলহাস মিয়া (১৯) ও একই গ্রামের মালিক মিয়ার ছেলে ফিরোজ (২২)।  

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় এবং তিন আরোহী আহত হন।  

বাংলাদেশ সময়: ২০২২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।