বাগেরহাট: বাগেরহাট-২ (কচুয়া-সদর) আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী শেখ তন্ময় বলেন, লন্ডনে বসে কোট-টাই পড়ে ভিডিও কলের মাধ্যমে এদেশের নেতৃত্ব দেওয়া যাবে না। যদিও বিএনপি এখন মাঠে নেই।
বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে বাগেরহাট সদর উপজেলার চিরুলিয়া বিষ্ণুপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সভায় তিনি একথা বলেন।
শেখ তন্ময় দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আপনারা আপনাদের ক্ষমতা ও সাংগঠনিক শক্তি দিয়ে ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিত করবেন। প্রমাণ করবেন এ অঞ্চলের মানুষ স্বাধীনতার পক্ষে ছিল, আছে এবং থাকবে। এ অঞ্চলের মানুষ উন্নয়ন চায়। আগামীতেও এই অঞ্চলের উন্নয়ন অব্যাহত থাকবে।
বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে নির্বাচনী সভায় শেখ তন্ময়ের বোন ফজিলাতুন্নেছা অনন্যা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. ফরিদ উদ্দিন, আওয়ামী লীগ নেতা ফিরোজুল ইসলাম, তালুকদার আব্দুল বাকি, শরীফা খানমসহ কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নির্বাচনী সভা জনসভায় রূপ নেয়।
বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ডিসেম্বর ২৭ , ২০২৩
আরএ