ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নীলফামারীর চারটি আসনে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৩
নীলফামারীর চারটি আসনে ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন

নীলফামারী: দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নীলফামারীর চারটি আসনে মাঠে নেমেছে ১৪ প্লাটুন বিজিবি।

শনিবার (৩০ ডিসেম্বর) নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আসাদুজ্জামান হাকিম এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, ২৯ ডিসেম্বর থেকে বিজিবি সদস্যরা মাঠে কাজ শুরু করেছেন। বিজিবি মূলত স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবেন। ১৪ প্লাটুনের মধ্যে তিন প্লাটুন করে নীলফামারী সদর ও জলঢাকা উপজেলায় রাখা হয়েছে। এ ছাড়া দুই প্লাটুন করে রাখা হয়েছে ডোমার, ডিমলা, কিশোরগঞ্জ ও সৈয়দপুর উপজেলায়। ১৪টি প্লাটুনের বিজিবি সদস্যরা ৮ জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, এ জেলার চারটি সংসদীয় আসনে ৬টি উপজেলা রয়েছে। ডোমার ও ডিমলা উপজেলা মিলে নীলফামারী-১ আসন। জেলা সদর নীলফামারী-২ আসন। জলঢাকা উপজেলা নীলফামারী-৩ আসন ও সৈয়দপুর এবং কিশোরগঞ্জ উপজেলা মিলে নীলফামারী-৪ আসন। এ সব আসনে ২৭ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।