ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে বাসে মিলল বোমা সদৃশ বস্তু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৪ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৪
নারায়ণগঞ্জে বাসে মিলল বোমা সদৃশ বস্তু

নারায়ণগঞ্জ: জেলার সিদ্ধিরগঞ্জে একটি বাস থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (০৫ জানুয়ারি) রাতে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় ঢাকা থেকে কক্সবাজারগামী বেঙ্গল পরিবহনের একটি বাস থেকে সেটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, এক যুবক ওই ব্যাগটিসহ গাবতলী থেকে বাসে উঠেন। পরে তিনি সায়েদাবাদ এলাকায় নেমে যান। বাসটি সিদ্ধিরগঞ্জ পৌঁছালে বাসের সুপারভাইজার টিকেট যাচাই করার সময় ব্যাগটি দেখতে পান। পরে ব্যাগের ভেতর বোমা সদৃশ বস্তুটি দেখে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর বাংলানিউজকে জানান, বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করা হয়েছে। এটি আসলে কি তা যাচাই করে দেখা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে। ব্যাগ বহনকারী ওই যুবকের খোঁজ নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৯৩২ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৪
এমআরপি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।