ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রামগঞ্জে ফার্মেসিসহ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৪
রামগঞ্জে ফার্মেসিসহ ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগঞ্জে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় দুটি ফার্মেসি ও নোংরা পরিবেশে খাবার তৈরি করায় একটি চাইনিজ রেস্তোরাঁসহ চার প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে রামগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে এ জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

রামগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অধিদপ্তর লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) নুর হোসেন এ অভিযান পরিচালনা করেন।

ভোক্তা অধিকার সূত্র জানায়, মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় পাল মেডিকেল হলকে ৫ হাজার, ফেমাস মডেল ফার্মেসিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময় অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি করায় চাইনিজ রেস্তোরাঁ ফুড ভিলেজ রেস্টুরেন্টকে ১০ হাজার ও মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ায় শেখ ডিপার্টমেন্টাল স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।  

সহকারী পরিচালক নুর হোসেন বলেন, অভিযানে অনিয়ম পাওয়ায় ওই চার প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ডের টাকা আদায় করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।