ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নাশকতা মামলায় খুলনা যুবদল নেতার স্ত্রী গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৪
নাশকতা মামলায় খুলনা যুবদল নেতার স্ত্রী গ্রেপ্তার

খুলনা: খুলনা মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপ্লবের স্ত্রী ফাতেমাতুজ জোহরা লিন্ডাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেলে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেপ্তার করা হয়।

 

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. কামাল হোসেন বাংলানিউজকে জানান, গত অক্টোবর মাসে খুলনা সদর থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ফাতেমাতুজ জোহরা লিন্ডা খুলনায় নারী উদ্যোক্তা হিসেবে পরিচিত। তিনি খুলনা উইমেন চেম্বার অব কমার্সের পরিচালক। এছাড়া অনলাইন সেলার গ্রুপ নামের একটি জনপ্রিয় ফেসবুক পেজের এডমিন।

বাংলাদেশ সময়: ০০৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৪
এমআরএম/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।