ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কম্বল দিল বিটিএমএ 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৪
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কম্বল দিল বিটিএমএ 

ঢাকা: দেশের শীতার্ত মানুষের কষ্ট লাঘবের উদ্দেশ্যে তাদের মধ্যে শীতবস্ত্র বিতরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) কম্বলসহ আর্থিক অনুদান দিয়েছে।

বুধবার (১৭ জানুয়ারি) প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি কে এম সাখাওয়াত মুন এ তথ্য জানান।

 

তিনি বলেন, বিটিএমএ সভাপতি মোহাম্মদ আলী খোকন আজ গণভবনে আর্থিক অনুদানের চেক ও ছয় হাজার কম্বল শেখ হাসিনার হাতে তুলে দেন।  

করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে এ কম্বল দেওয়া হয়। এছাড়া শিক্ষা, চিকিৎসা, প্রাকৃতিক বিপর্যয়সহ মানুষের বিভিন্ন প্রয়োজনে সিএসআর তহবিল থেকে আর্থিক সহায়তা দিয়ে থাকে বিটিএমএ।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৪
এমইউএম/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।