ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কৃষি জমির মাটি উত্তোলন করায় যুবকের জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৪
কৃষি জমির মাটি উত্তোলন করায় যুবকের জরিমানা

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে অবৈধভাবে কৃষি জমির মাটি উত্তোলনের অভিযোগে আলামিন (২৪) নামে এক যুবককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুরে কালিহাতী পৌরসভার সালেংকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

নেতৃত্ব দেন কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক।  

জরিমানাপ্রাপ্ত আলামিন উপজেলার দক্ষিণ বেতডোবা গ্রামের বাসিন্দা।

জানা গেছে, অভিযুক্ত যুবক আলামিন এক্সেভেটর দিয়ে আবাদি জমির উপরিভাগের মাটি কেটে ট্রাকে করে অন্যত্র নিয়ে যাচ্ছেন এমন গোপন খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় সত্যতা পাওয়ায় আলামিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।