ঢাকা: রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৪৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
সোমবার (২৯ জানুয়ারি) থেকে মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, গত ২৪ ঘণ্টার অভিযানে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৪৭ জনকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে তিন হাজার ৪৪৮টি ইয়াবা বড়ি, ৫৪.১ গ্রাম হেরোইন, ২৯ কেজি ২২০ গ্রাম গাঁজা, ২৪৭ বোতল ফেনসিডিল, ৬৬.৫ লিটার দেশি মদ ও ৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।
এ ঘটনায় ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৫টি মামলা করে আটক ৪৭ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৪
এমএমআই/এসআই