ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

তালায় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, কিশোর নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৪
তালায় মোটরসাইকেলে ট্রাকের ধাক্কা, কিশোর নিহত

সাতক্ষীরা: সাতক্ষীরার তালা উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলসহ রাস্তায় পড়ে জামিরুল ইসলাম (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার গোনালী বাজার এলাকায় আঠারমাইল-পাইকগাছা সড়কে এ দুর্ঘটনা ঘটে।


 
নিহত জামিরুল ইসলাম তালা উপজেলার নলতা গ্রামের কামরুল শেখের ছেলে।

স্থানীয়রা জানান, জামিরুল সকালে মোটরসাইকেলে করে তালা শহরে যাচ্ছিল। পথে গোনালী বাজারের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ রাস্তায় পড়ে ঘটনাস্থলেই সে মারা যায়।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে এর চালক ও হেলপার পলাতক। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৪
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।