ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

স্বাস্থ্য ঝুঁকিমুক্ত খাদ্য ব্যবস্থা গড়তে ফরিদপুরে নিরাপদ সবজি মেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৪
স্বাস্থ্য ঝুঁকিমুক্ত খাদ্য ব্যবস্থা গড়তে ফরিদপুরে নিরাপদ সবজি মেলা

ফরিদপুর: স্বাস্থ্য ঝুঁকিমুক্ত খাদ্য ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ফরিদপুরে অনুষ্ঠিত হয়ে গেল নিরাপদ সবজি মেলা।  

জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল আহসান তালুকদার।

সংশ্লিষ্টরা জানান, ইউএসএইডের অর্থায়নে এবং ক্যামোনিক্স ইন্টারন্যাশনালের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি এসডিসি কর্তৃক বাস্তবায়নাধীন ‘ফিড দ্যা ফিউচার বাংলাদেশ হর্টিকালচার, ফ্রুটস অ্যান্ড নন-ফুড ক্রপস অ্যাক্টিভিটি’ এর আওতায় এ মেলার আয়োজন করা হয়।  

এসডিসির নির্বাহী পরিচালক মো. আশরাফুল হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, প্রকল্পের প্রোডাকশন ম্যানেজার কৃষিবিদ মো. রফিকুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা নিরাপদ সবজির গুরুত্ব তুলে ধরে বলেন, জমিতে কীটনাশক ব্যবহারে মানবদেহের পাশাপাশি পরিবেশের ওপর তীব্র নেতিবাচক প্রভাব পড়ছে। এজন্য নিরাপদ খাদ্য উৎপাদনের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। সে লক্ষ্যে এসডিসি কৃষকদের নানাভাবে প্রশিক্ষণ দিয়ে নিরাপদ সবজি উৎপাদন করে ভোক্তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে। এই নিরাপদ সবজি মধুখালীর গ্রাম হতে ইউরোপে রপ্তানি হবে।

মেলায় ফরিদপুরের মধুখালী উপজেলার বিষমুক্ত সবজি গ্রামের কৃষকেরা বিভিন্ন স্টলে তাদের উৎপাদিত সবজি প্রদর্শন ও বিক্রি করেন।

বাংলাদেশ সময়: ০৯২৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।