ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ভালুকায় অটোরিকশাচাপায় শিশুর মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৪
ভালুকায় অটোরিকশাচাপায় শিশুর মৃত্যু  জান্নাত আরা

ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকা উপজেলার নারাঙ্গী চৌরাস্তা এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশাচাপায় জান্নাত আরা (৭) নামে শিশুর মৃত্যু হয়েছে।  

বুধবার (৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে ভরাডোবা-ঘাটাইল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত জান্নাত ওই উপজেলার মেঞ্জেনা গ্রামের জুলহাস উদ্দিনের মেয়ে। সে নারাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী ছিল।

ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, চাচা এমরান মিয়ার সঙ্গে স্কুলে যাচ্ছিল জান্নাত। এ সময় চাচা এমরানের সঙ্গে আরও দুই শিশু ছিল। ভরাডোবা-ঘাটাইল সড়কে নারাঙ্গী চৌরাস্তা এলাকায় এলে জান্নাত চাচার হাত ছেড়ে রাস্তা পার হতে দৌড় দেয়। এ সময় একটি অটোরিকশা তাকে চাপা দেয়। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।