ফরিদপুর: ফরিদপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী হিম উৎসব। জেলার নারী-পুরুষ উদ্যোক্তাদের মিলন মেলায় পরিণত হয়েছে উৎসবটি।
এর আগে বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল প্রাঙ্গণে ওয়ার্কহোলিক ফরিদপুরিয়ানের আয়োজনে তৃতীয়বারের মতো তিনদিনের এ হিম উৎসবের উদ্বোধন করা হয়।
উৎসবটির উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল ঘুরে দেখেন জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল আহসান তালুকদার।
তিনদিনের হিম উৎসবে থাকছে জেলার ক্ষুদ্র উদ্যোক্তাদের নিজ হাতে তৈরি বিভিন্ন সামগ্রী। জেলার সব উদ্যোক্তাদের এক কাতারে আনতেই এই উৎসবের আয়োজন। বছরজুড়ে উদ্যোক্তারা অনলাইনে পণ্য বিক্রি করে থাকেন। এছাড়াও থাকছে মঞ্চে কবিতা আবৃত্তি, গান পরিবেশনসহ লোকজ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।
তিনদিনের হিম উৎসবে নিজ হাতে তৈরি বাহারি পণ্যের পসরা বসিয়েছেন উদ্যোক্তারা। ৩৫টি স্টলে তারা তাদের তৈরি পণ্য উপস্থাপন করছেন।
বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২৪
এসআরএস