ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১০ ঘণ্টা পর ১৮ জেলে উদ্ধার

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৪
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১০ ঘণ্টা পর ১৮ জেলে উদ্ধার প্রতীকী ছবি

পাথরঘাটা (বরগুনা): বঙ্গোপসাগরে ট্রলারডুবির ১০ ঘণ্টা পর ১৮ জেলেকে উদ্ধার করা হয়েছে।  

শনিবার (১০ ফেব্রুয়ারি) পটুয়াখালী জেলাধীন রাঙ্গাবালির সোনারচর দক্ষিণ বঙ্গোপসাগরে আটবাম এলাকায় এ ঘটনা ঘটে।

 

রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে পাথরঘাটা ঘাটে এসে এ তথ্য জানান ফিরে আসা জেলেরা।

এর আগে ০১ ফেব্রুয়ারি পাথরঘাটার মারুফের মালিকানা এফবি আল-আমিন ট্রলারসহ ১৮ জন জেলে সাগরে মাছ ধরতে যান। বঙ্গোপসাগরে কয়েকদিন মাছ ধরার পর আশানুরূপ মাছ না পাওয়ায় শনিবার (৯ ফেব্রুয়ারি) পটুয়াখালীর রাঙ্গাবালির দক্ষিণ দিকে বঙ্গোপসাগরে এসে আটবাম এলাকায় মাছ ধরার জন্য জাল ফেলেন জেলেরা। কিছুক্ষণ পর ওই ট্রলারের জেলেরা ঘুমিয়ে পড়েন। ঘুম থেকে উঠে দেখতে পান ট্রলারের তলা ফেটে পানি ঢুকছে এবং ট্রলার ডুবে যাচ্ছে। সঙ্গে সঙ্গে ট্রলার থেকে লাফিয়ে সাগরে পড়ে ভাসতে থাকেন তারা। প্রায় ১০ ঘণ্টা পর অপর একটি ট্রলারের জেলেরা তাদের উদ্ধার করেন।  

ট্রলার মালিক মো. মারুফ বলেন, আমার ট্রলারটি ডুবে গেছে। ট্রলারে থাকা ১৮ জেলে উদ্ধার হয়েছেন। তাদের চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, ট্রলারডুবির ঘটনায় ১৮ জেলেই অক্ষত রয়েছেন। কোনো নিখোঁজ সংবাদ নেই।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।