ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে ট্রলি উল্টে চালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৪
বরিশালে ট্রলি উল্টে চালক নিহত

বরিশাল: জেলার বাকেরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রলি উল্টে নিচে চাপা পড়ে মো. মেহেদি হাসান (২৮) নামে এক চালক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুইজন।

রোববার (১১ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে বরিশাল পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ পৌরসভার টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেহেদি বাকেরগঞ্জের ভরপাশা ইউনিয়নের বটতলা এলাকার বাসিন্দা বাবুল হাওলাদারের ছেলে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, পৌরসভার রুহিতার পাড় বটতলা থেকে ট্রলি চালিয়ে বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন ওই যুবক। বেপরোয়া গতির ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে। এতে ট্রলির নিচে চাপা পড়ে ঘটনাস্থলে চালকের মৃত্যু হয়। তবে অক্ষত রয়েছে ট্রলিতে থাকা অপর চার শ্রমিক।

ওসি বলেন, আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

এদিকে স্থানীয়রা জানান, ট্রলিতে থাকা আহত তিনজনকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাদের মধ্যে চালক মেহেদীর মৃত্যু হয়।

বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৯২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২৪
এমএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।