ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মির্জাপুরে অটোরিকশায় পিকআপ ভ্যানের ধাক্কা, নারীসহ নিহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৪
মির্জাপুরে অটোরিকশায় পিকআপ ভ্যানের ধাক্কা, নারীসহ নিহত ৪

টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী।

 

রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বাঁশতৈল ইউনিয়নের তেলিপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গায়রাবেতিল গ্রামের ইউসুফ মিয়ার ছেলে লুৎফর রহমান ওরফে মইজুদ্দিন (৪০), তেলিপাড়ার মো. তারা মিয়ার স্ত্রী রহিমা বেগম (৪৫), নগর ভাতগ্রামের বিদ্যুৎ মিয়ার ছেলে আকাশ মিয়া (৩০) এবং নয়াপাড়ার সমেজ মিয়ার ছেলে নাজমুল ইসলাম (৩৪)।

বাঁশতৈল পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ূন কবীর জানান, বিকেলে সখিপুর থেকে আসা পিকআপ ভ্যানের ধাক্কায় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এতে আহত হন আরও দুজন। গুরুতর অবস্থায় আহতদের উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৪
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।