ঢাকা, সোমবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে হিলমুন সুইটসকে ৩ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৪
রাঙামাটিতে হিলমুন সুইটসকে ৩ লাখ টাকা জরিমানা

রাঙামাটি: রাঙামাটি শহরে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ অভিযান চালিয়ে হিলমুন সুইটস নামে এক প্রতিষ্ঠানের মালিককে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১৮ ফেব্রুয়ারি) রিজার্ভবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা করা হয়।

 

রাঙামাটি জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. মুনতাসির মাহমুদ বলেন, ময়লা, দুর্গন্ধযুক্ত খাবার রাখা ও বিক্রয় করার অভিযোগে একটি মিষ্টির দোকান মালিককে তিন লাখ টাকা জরিমানা করা হয়।  

তিনি বলেন, এ ধরনের অভিযান অব্যাহত রাখা হবে। অস্বাস্থ্যকর খাবার খেয়ে মানুষ যাতে অসুস্থ হয়ে না পড়েন, সেই লক্ষ্যে এসব অভিযান পরিচালনা করা হচ্ছে।  

অভিযানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ বিন ইকরাম, জেলা স্যানিটারি ইন্সপেক্টর শওকত আলী, রাঙামাটি পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর ফিরোজ আল মাহমুদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।