ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টাংগুয়ার হাওর নষ্ট করা যাবে না: রিজওয়ানা হাসান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
টাংগুয়ার হাওর নষ্ট করা যাবে না: রিজওয়ানা হাসান

সিলেট: টাংগুয়ার হাওরকে কোনোভাবেই নষ্ট করা যাবে না বলে মন্তব্য করেছেন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। হাওরে কোনো অপরিকল্পিত ফসল রক্ষা বাঁধ করা যাবে না বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বেলা ১১টায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শাহগঞ্জ শ্রীপুরের মাটিয়ান হাওরের বাঁধ পরিদর্শনকালে এ কথাগুলো বলেন উপদেষ্টা।

রিজওয়ানা হাসান বলেন, পাহাড়ি ঢলের পানি যেন আমাদের হাওরের এক ফসলি বোরো ধানের ক্ষতি করতে না পারে সেজন্য সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আর বাঁধ নির্মাণ কোনো অনিয়ম হলে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, টাংগুয়ায় পর্যটন চলবে, তবে হাওরে হাউজ বোট ও পর্যটক কী পরিমাণে আসতে পারবে? সেটা নির্ধারিত করতে হবে। হাওরে প্লাস্টিক পণ্য সামগ্রী, পলিথিন ব্যবহার নিয়ন্ত্রণ করতে নীতিমালা তৈরি করা হবে। কোনোভাবেই হাওরকে নষ্ট করতে দেওয়া হবে না।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) উপস্থিত ছিলেন। পরে গোরমার হাওর ও টাংগুয়ার হাওর পরিদর্শনে যান দুই উপদেষ্টা। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
এনইউ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।