ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মেঘনায় ইলিশ ধরার দায়ে আটক ৯ জেলে, ৬ জনের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, মার্চ ১, ২০২৪
মেঘনায় ইলিশ ধরার দায়ে আটক ৯ জেলে, ৬ জনের কারাদণ্ড

ভোলা: নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার মেঘনা নদীতে ইলিশ ধরার অপরাধে নয় জেলেকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে ভোলা সদরে দুজন ও সাতজন রয়েছেন।

যাদের মধ্যে ছয়জনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  

এছাড়া ২৫ কেজি ইলিশ ও দুই নৌকাসহ বেশ কিছু ইলিশ জব্দ করা হয়েছে।

দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান এ দণ্ড দিয়েছেন।  

জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করে বলেন, ইলিশের অভয়াশ্রমে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীর ১৯০ কিলোমিটার এলাকায় ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা যাতে ইলিশ ধরতে না পারেন, সেজন্য মৎস্য বিভাগের বেশ কয়েকটি টিম অভিযানে নামে। এ সময় ভোলা সদরের তুলাতলী ও দৌলতখানের মেঘনা থেকে জাল ও মাছসহ নয় জেলেকে আটক করা হয়। এদের মধ্যে ছয়জনের জেল হয়েছে। বাকিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া হবে।

 অভয়াশ্রম বাস্তবায়নে জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, কোস্টগার্ড ও নৌপুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

ইলিশ ধরার এ নিষেধাজ্ঞা চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, মার্চ ০১, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।