ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সোনারগাঁয়ে ট্রাকের চাপায় পথচারী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, মার্চ ৩, ২০২৪
সোনারগাঁয়ে ট্রাকের চাপায় পথচারী নিহত

নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে দ্রুতগামী ট্রাকের চাপায় ইমরান (২৬) নামে এক পথচারী নিহত হয়েছেন।

রোববার (৩ মার্চ) সকালে এশিয়ান হাইওয়ের সাদিপুর বরইবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘাতক ট্রাক ও এর চালককে আটক করেছে পুলিশ।

নিহত ইমরান সোনারগাঁয়ের সাদিপুর কোনাবাড়ি এলাকার মৃত বিল্লাল হোসেনের ছেলে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বলেন, সকালে ইমরান নামে ওই ব্যক্তি এশিয়ান হাইওয়ের সাদিপুর বরইবাড়ি এলাকায় সড়ক পার হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় একটি দ্রুতগতির ট্রাক তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ইমরানের মৃত্যু হয়।

এলাকাবাসীর সহায়তায় ঘাতক ট্রাক ও সেটির চালককে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান ওসি রেজাউল।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, মার্চ ৩, ২০২৪
এমআরপি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।