ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভোলায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, মার্চ ৫, ২০২৪
ভোলায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

ভোলা: ভোলায় গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  

মঙ্গলবার (৫ মার্চ) সকালে ভোলা শহরের সার্কিট হাউজ হলরুমে এ কর্মশালার আয়োজন করে বাংলাদেশ প্রেস কাউন্সিল।

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম।

সাংবাদিকতার নীতিমালা এবং প্রেস কাউন্সিল প্রণীত আচরণবিধি নিয়ে আলোচনা করেন প্রেস কাউন্সিলের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার।  

সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. তামিম আল ইয়ামিন।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আছাদুজ্জামান। শুভেচ্ছা বক্তব্য দেন জেলা তথ্য অফিসার মো. নুরুল আমিন।

প্রধান অতিথি তার বক্তব্যে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সাংবাদিক সঠিক ও নির্ভুল তথ্য পরিবেশন করার আহ্বান জানান মো. নিজামুল হক নাসিম।  

কর্মশালায় জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধশতাধিক সাংবাদিক অংশ নেন। পরে প্রশিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন প্রধান অতিথি।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।