ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

টেকনাফে খালে ভাসছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, মার্চ ৬, ২০২৪
টেকনাফে খালে ভাসছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

কক্সবাজার: টেকনাফের একটি খাল থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।  

বুধবার (৬ মার্চ) দুপুরে টেকনাফ পৌরসভার ইসলামাবাদ এলাকার কায়ুকখালী খাল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গনি।

নিহত ব্যক্তির নাম ও পরিচয় নিশ্চিত করতে না পারলেও বয়স ২০ থেকে ৩০ বছর বলে জানায় পুলিশ।

দেহ ফুলে যাওয়ায়, পুলিশের ধারণা চার-পাঁচ দিন আগে তার মৃত্যু হয়েছে।

ওসি মুহাম্মদ ওসমান গনি বলেন, বুধবার দুপুরে খালে মাছ ধরছিলেন স্থানীয় জেলে আবুল হোসেন। এক পর্যায়ে তিনি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে।

তিনি বলেন, মরদেহের বিভিন্ন অংশের চামড়া উঠে গেছে। চেহারা বিকৃত হওয়ার পাশাপাশি শরীর ফুলে-ফেঁপে গেছে। আঘাতের কোনো চিহ্ন আছে কি না, তাও স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে, চার-পাঁচ দিন আগে তার মৃত্যু হয়েছে।

ওসি বলেন, নিছক কোনো দুর্ঘটনায় মৃত্যু হয়েছে, নাকি হত্যাকাণ্ড, পুলিশ তা নিশ্চিত হতে পারেনি। এ বিষয়ে পুলিশ খোঁজ-খবর নিচ্ছে।

মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, মার্চ ৬, ২০২৪
এসবি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।