ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বেনাপোলে কবরস্থানে পড়ে ছিল তৃতীয় লিঙ্গের মানুষের মরদেহ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, মার্চ ১২, ২০২৪
বেনাপোলে কবরস্থানে পড়ে ছিল তৃতীয় লিঙ্গের মানুষের মরদেহ প্রতীকী ছবি

বেনাপোল (যশোর): বেনাপোল পৌর এলাকার একটি কবরস্থান থেকে রেশমা (৩০) নামে তৃতীয় লিঙ্গের এক মানুষের মরদেহ পেয়েছে পুলিশ।  

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ফারুক হোসেন নামে একজনকে আটক করা হয়েছে।

সোমবার (১১ মার্চ) বিকেলে বেনাপোল পৌর এলাকার কাগজ পুকুর গ্রামের কবরস্থান থেকে তার মরদেহ নিয়ে যায় বেনাপোল পোর্ট থানা পুলিশ।  

রেশমা বেনাপোল পৌর এলাকার রাজবাড়ী এলাকার বাসিন্দা। তার বাবা মৃত জাকির হোসেন।

স্থানীয়রা জানায়, কয়েকদিন ধরে বেনাপোলের রেশমা নিখোঁজ হয়েছে বলে গুঞ্জন শোনা যাচ্ছিল। আজকে কবরস্থানের ভেতর নতুন মাটি তোলা দেখে সন্দেহ হলে বিষয়টি বেনাপোল পোর্ট থানা পুলিশকে জানানো হয়। পরে স্থানীয় লোকজন ও থানার সহায়তায় মাটি খুঁড়ে মেয়ে মানুষের চুল ও পচা লাশের অস্তিত্ব পাওয়া যায়। পরে বিকেলে ডিবি পুলিশ এবং বেনাপোল পোর্ট থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে মরদেহ তুলে আনে।  পরে তা রেশমার (হিজড়া) মরদেহ বলে শনাক্ত করা হয়।  

যশোরের নাভারন সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত আল নাহিয়ান জানান, শত্রুতার জেরে তৃতীয় লিঙ্গের রেশমাকে গলাকেটে হত্যা করে কবরস্থানে পুঁতে রাখা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত ফারুক হোসেন নামে একজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, মার্চ ১২, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।