ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে তরমুজের দাম সর্বনিম্ন ৫০০ টাকা!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, মার্চ ১২, ২০২৪
নারায়ণগঞ্জে তরমুজের দাম সর্বনিম্ন ৫০০ টাকা!

নারায়ণগঞ্জ: জেলায় বিভিন্ন ফলের বাজারে দেখা মিলছে তরমুজের। তবে শরীর শীতল করা এ ফলের দাম যেন আগুন।

প্রতিটি তরমুজ বিক্রির জন্য সর্বনিম্ন ৫০০ টাকা দর হাঁকা হচ্ছে।

মঙ্গলবার (১২ মার্চ) সকালে তরমুজ বিক্রি হতে দেখা গেছে প্রতি কেজি ১০০ টাকা দরে। তবে বিকেলে সেটি বিক্রি হচ্ছে প্রতিটি পিস হিসেবে। তরমুজ আকারভেদে ছোটটির দামও হাঁকা হচ্ছে অন্তত ৫০০ টাকা।

দুপুরে শহরের জামতলা, চাষাঢ়া, কালিরবাজার, ২ নম্বর রেলগেট এলাকা ঘুরে তরমুজের বাজারের এমন চিত্র দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, প্রতিটি তরমুজ আকারভেদে ৫০০ থেকে ১ হাজার ২০০ টাকা পর্যন্ত দাম হাঁকাচ্ছেন ফল ব্যবসায়ীরা। এতে করে বাজারে তরমুজ দেখে নিতে আসা ক্রেতারা মুহূর্তেই দাম শুনে ফিরে যাচ্ছেন।

ক্রেতাদের মধ্যে অনেকেই জানান, সকালে একই তরমুজ কেজি দরে বিক্রি হয়েছে। তখন ১০০ টাকা প্রতি কেজি দাম চাচ্ছিলেন বিক্রেতারা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দাম বাড়িয়ে বিক্রি করা শুরু করেছেন তারা।

চাষাঢ়ায় তরমুজ কিনতে আসা ক্রেতা মাহফুজ জানান, আমি তরমুজ দেখে ভেবেছিলাম হয়ত দাম সর্বোচ্চ ৩ টাকার মধ্যে পাবো। কিন্তু এখানে একেবারে ছোট সাইজের তরমুজের দামও চাচ্ছে ৫০০ টাকা। বাজার মনিটরিংয়ের অভাবে এখন ব্যবসায়ীরা যা ইচ্ছা তাই করছেন। দেখার যেন কেউই নেই।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মাহমুদুল হক জানান, কেউ অতিরিক্ত দাম রাখলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, মার্চ ১২, ২০২৪
এমআরপি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।