ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় মুখমণ্ডল পুড়িয়ে গলা কেটে যুবক হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫২ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৪
নেত্রকোনায় মুখমণ্ডল পুড়িয়ে গলা কেটে যুবক হত্যা

নেত্রকোনা: নেত্রকোনায় মুখমণ্ডল পুড়িয়ে ও গলা কেটে এক যুবককে হত্যা করা হয়েছে। তার পরনে কিছু ছিল না।

বৃহস্পতিবার (১৪ মার্চ) অজ্ঞাতপরিচয় এ যুবকের মরদেহ নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের হানবীর গ্রামের দেওরাজান নদীর পাশের বালুচর থেকে উদ্ধার করে পুলিশ।
 
পুলিশ জানায়, স্থানীয় লোকজন বৃহস্পতিবার সকালে দেওরাজান নদীর পূর্ব পাশের তেল্লা বালুচরে মরদেহটি দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।  

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) শফিকুজ্জামান জানান, বুধবার রাতের কোনো এক সময় এ হত্যাকাণ্ড ঘটে। ওই যুবককে কেউ যাতে চিনতে না পারে, সেজন্য হত্যার পর গায়ের জামাকাপড় দিয়ে মুখমণ্ডল পেঁচিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় বলে ধারণা করা হচ্ছে।

মোহনগঞ্জ থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, নিহতের পরিচয় জানার ও হত্যার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।  

বাংলাদেশ সময়: ০৭৫০ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৪
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।